বিশ্বগ্রাম সংশ্লিষ্ট উপাদানসমূহ (Elements related to Global Village)

১. হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, ২. প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার, ৩. ব্যক্তিবর্গের সক্ষমতা, ৪. ডেটা বা ইনফরমেশন ৫. ইন্টারনেট সংযুক্ততা (Internet Connectivity)


১. হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি (Hardware): হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক উপাদানকে বোঝায়। যেমন বিভিন্ন যন্ত্রাংশ, প্রিন্টেড সার্কিট বোর্ড, ডিসপ্লে ও প্রিন্টার। বিশ্বগ্রামে যেকোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য এটি ব্যবহৃত হয়। এছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ফোন, স্মার্ট ফোন, অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন ইত্যাদি হার্ডওয়্যারের অন্তর্ভূক্ত।


২. প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার (Software): কম্পিউটারকে কার্যোপযোগী করা ও কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি।


৩. ব্যক্তিবর্গের সক্ষমতা (Human capacity): বিশ্বগ্রামের উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের সক্ষমতা অন্যতম। ICT নির্ভর বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও ধারণা থাকা আবশ্যক। যেমন- সফটওয়্যার তৈরির সক্ষমতা ও এর ব্যবহার।


৪. ডেটা বা ইনফরমেশন (Data or Information): ডেটা বা উপাত্ত হলো তথ্যের উপাদান। ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা যা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য তৈরি হয়। এটি অঙ্ক, বর্ণনা, টেক্সট, ইমেজ, অডিও ভিডিও এমনকি গ্রাফও হতে পারে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ডেটা প্রসেসিং করে মানুষের কল্যাণে তথ্যে পরিণত করা হয়। বিশ্বগ্রাম সৃষ্টিতে ডেটা আদান-প্রদান অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


৫. ইন্টারনেট সংযুক্ততা ( Internet Connectivity): ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। এ কারণেই ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়। ইন্টারনেটের কারণে আজ পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং ও ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দেয়ার ব্যবস্থা হয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post