তারল্য ও মুনাফা নীতি বলতে কী বুঝায়?

পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে বা সংকটে অসচ্ছলতা ঝুঁকি/আর্থিক ঝুঁকি/দেউলিয়াত্বের ঝুঁকি সৃষ্টি হয় কারণ প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যা পরিচালনা ও চলতি খরচ/দায় (বেতন, ঋণের সুদ পরিশোধে ব্যর্থতা প্রকাশ পায়। তাই পর্যাপ্ত পরিমাণ তারল্য না রাখলে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কমে যায়। ফলে দেউলিয়াত্বের ঝুঁকি বেড়ে যায়। সুতরাং তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্বক/বিপরীতমুখী।


প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলি পরিচালনায় পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা, নগদ অর্থ এমনভাবে ব্যবহার করা যাতে কারবার পরিচালনায় কোনো সমস্যা না হওয়া, কারবারে অলস অর্থ সংরক্ষণ না করা ইত্যাদি করা হয় তারল্য ও মুনাফা নীতি অনুসারে। আর পাওনাদারদের দায় পরিশোধে ব্যর্থ হয়, অসচ্ছলতা ঝুঁকি বা আর্থিক ঝুঁকির সৃষ্টি হয় বা আর্থিক সংকট সৃষ্টি হয় তারণ্য ও মুনাফা নীতি না মানার কারণে।

Post a Comment

Previous Post Next Post