পোর্টফোলিও বৈচিত্ৰ্যয়ন নীতি কাকে বলে? এবং এর বৈশিষ্ট্য।

  • বিভিন্ন প্রকার সম্পদ বা বিনিয়োগযোগ্য প্রকল্পের সমষ্টিকে পোর্টফোলিও (Portfol
  • একের অধিক সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে, একাধিক ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে বা একাধিক পণ্য নিয়ে ব্যবসা করছে এরকম থাকলে বুঝতে হবে পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি অনুসরণ করা হয়েছে। অন্যদিকে, সব মূলধন কেবল একটি কোম্পানি বা ব্যবসায়ে বিনিয়োগ করা হলে পোর্টফোলিও নীতির লগন করা হয়েছে।
  • যেমন: সকল অর্থ এসিআই কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে কিছু অর্থ ইউনিলিভারের শেয়ারে, কিছু অর্থ বাটা সু কোম্পানির শেয়ারে, কিছু অর্থ সরকারি বন্ডে ইত্যাদিতে বিনিয়োগ করা হয় পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি অনুসরণ করে।

Post a Comment

Previous Post Next Post