একমালিকানা ব্যবসায় অর্থায়ন |

একমালিকানা ব্যবসায় অর্থায়ন:

যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে তাকে একমালিকানা ব্যবসায় বলে | বাংলাদেশের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান একমালিকানা অংশীদারি কারবার হিসেবে গঠিত | উদাহরণস্বরূপ: বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রামগঞ্জে হোটেল রেস্টুরেন্ট ব্যবসা মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান | একমালিকানা প্রতিষ্ঠান অর্থায়নের উৎস হলো মালিক নিজের মূলধন, মুনাফা, আত্মীয়-স্বজন থেকে ঋণ গ্রহণ, গ্রামীন থেকে সুদ ভিত্তিতে ঋণ গ্রহণ | একমালিকানা প্রতিষ্ঠানে লাভ হলে মালিক একাই ভোগ করে | আবার ব্যবসায় লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার হয় |

1 Comments

Previous Post Next Post