১৩ ই ফেব্রুয়ারী, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ,ফেনী।
বিষয় : স্কুলে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই য,আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী।প্রচন্ড জ্বরের কারণে আমি ১০ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত স্কুলে উপস্থিত থাকতে পারিনি।
অতএব,বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত তিনদিনের ছুটি দানে বাধিত করবেন।
অষ্টম শ্রেণী,রোল:০১।
Tags:
আবেদনপত্র